মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০০৯

games

Here i give u some exclusive mobile game.Just download,play and get pleasure.

1.DieHard_176x208_franc

2.Asphalt1_176x208_v1_0_8_s-c

3.BubbleBash_176x208_s60v2

4. PrinceSoT_176x208

5.Real football

6. Pl_Sudoku_176x208_s60v1

7. ProGolf3D_Nokia_176x208


8. Might AND.MAGIC.II_176X208_N70.JAR

9. DiamondQuest_176x208

10. Chessmaster_176x208

11. TennisOpen2007_176x208

12. AssaultWngs1944_176x208_s60v1

13. PrinceHaremAdv_176x208_rus

14.procricket2007_176x208_N70

more exclusive game and themes coming soon.dont forget to leave your comment.thank you all.

বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০০৯

Download Sofware and Other Content For PC Asoulately free

I am going to give two address, from where you will able to find all kind of software,themes or any other content for pc.All software are absolutely free there.So try on and have a look.

Please Enter the link bellow:

1.

brothersoft


2.

cnet

thanks to all.

some shortcut key for windows

Many of us did not know how to use keyboard command.For them i give this post. Later i will give more shortcut. thanks to all.
CTRL and A Selects all the items in the active window.
CTRL and C Copies the item or items to the Clipboard and can be pasted using CTRL and V.
CTRL and F Displays the Find all files dialog box.
CTRL and G Displays the Go to folder dialog box.
CTRL and N Displays the New dialog box.
CTRL and O Displays the Open dialog box.
CTRL and P Displays the Print dialog box.
CTRL and S Displays the Save dialog box.
CTRL and V Pastes the copied item or items from the Clipboard.
CTRL and X Cuts the item or items selected to the Clipboard.
CTRL and Z Undoes the last action.
CTRL and F4 Closes the active document window.
CTRL while dragging an item Copy the selected item
CTRL+SHIFT with arrow keys Highlight a block of text
CTRL+F4 Close the active document
CTRL+ESC Display the Start menu
CTRL and F6 Opens the next document window in the active application.

শুক্রবার, ৩ জুলাই, ২০০৯

Install window in a few minute

অনেক কারনেই আমাদের উইন্ডোজ নষ্ট হয়ে যায়। ফলে কয়েক ঘন্টা ব্যায় করে উইন্ডোজ এবং অনান্য এ্যাপলিকেশন প্রোগ্রাম ইনষ্টল করতে হয়। কিন্তু কয়েক মিনিটেই যদি উইন্ডোজসহ সকল এ্যাপলিকেশন ইনষ্টল করা যায় তাহলে কেমন হয়! হিরেন বুট সিডি দ্বারা আপনি কয়েক মিনিটেই উইন্ডোজসহ উক্ত ড্রাাইভে ইনষ্টল করা সকল এ্যাপলিকেশন ইনষ্টল করতে পারেন। এজন্য উইন্ডোজের ড্রাইভ ইমেজ করে রাখতে হবে এবং প্রয়োজনে তা রিস্টোর করলেই হবে। ৯৫ মেগাবাইটের ফ্রি সফটওয়্যারটি ডাউনলোড করে আনজিপ করে সিডিতে রাইট করুন। আর হিরেন বুট সিডির বিস্তারিত তথ্য (সকল দরকারি টুলসের বর্ণনা) পাওয়া যাবে www.hiren.info/pages/bootcd এই সাইটে।
ইমেজ তৈরী করা: এখন একটি ড্রাইভে নতুন করে উইন্ডোজ ইনষ্টল করুন এবং দরকারী সকল এ্যাপলিকেশন, ড্রাইভার ইনষ্টল করুন (পূর্বে ইনষ্টল করা থাকলেও হবে)। এরপরে এবার সিডিটি প্রবেশ করিয়ে সিডি থেকে বুট করুন। তাহলে Hiren’s All in 1 BootCD আসবে যেখানে কীবোর্ড দ্বারা Disk Clone Tools… নির্বাচন করে এন্টার করুন। পরবর্তী স্ক্রিন থেকে Acronics Image Enterprise Server নির্বাচন করে এন্টার করলে কিছুক্ষণের মধ্যে গ্রফিক্যাল মুডে Acronics Image Enterprise Server উইন্ডো আসবে, যেখানে মাউস ব্যবহার করা যাবে।
এবার Create Image এ ক্লিক করে Next করুন তাহলে হার্ডড্রাইভগুলো দেখা যাবে। ধরি C: ড্রাইভে উইন্ডোজ ইনষ্টল করা আছে এবং আপনি C: ড্রাইভ ইমেজ করতে চাচ্ছেন। তাহলে C: ড্রাইভ নির্বাচন করে Next করুন এবং Information মাসেজ আসলে Ok করুন। এবার যে ড্রাইভে ইমেজটি সেভ করতে চাচ্ছেন সেই ড্রাইভ নির্বাচন করে ফাইলের নাম লিখে Next করুন। এখন Create Image Mode উইন্ডো থেকে Create the full backup Image Archive অপশন নির্বাচিত রেখে Next করুন এবং Image Archive Splitting উইন্ডোতে Automatic অপশন রেখে Next করুন এবং Compression Level উইন্ডোতে এ Maximum (এতে ইমেজের সাইজ কমে যাবে কিন্তু তৈরী এবং ইনষ্টল করতে একটু বেশী সময় লাগবে, আর Normal নির্বাচন করলে ইমেজ সাইজ বড় হবে এবং সময় কম লাগবে।) নির্বাচন করে Next করুন। এরপরে Image Archive protection এ ইচ্ছা করলে পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন। এবার Next করে Image Archive Comments Next করুন। এখন Proceed বাটনে ক্লিক করলে ইমেজ তৈরী হবে।
ইমেজ রিস্টোর করা: যখন আপনার উইন্ডোজ ইনষ্টল করার প্রয়োজন হবে তখন এই ইমেজটি রিস্টোর করে দিলেই হবে। আপনি যে ড্রাইভে ইনষ্টল করবেন সেই ড্রাইভ ফরম্যাট করতে হিরেন বুট সিডি থেকে Partition Tool থেকে Partition Magic Pro 8.05 এর মাধ্যমে ড্রাইভটিকে ফরম্যাট করতে পারেন।
ইমেজটি রিস্টোর করার জন্য পূর্বের নিয়মে গ্রফিক্যাল মুডে Acronics Image Enterprise Server উইন্ডো আনুন। এবার Restore Image এ ক্লিক করে Next করুন এবং Image Archive Selection উইন্ডো থেকে আপনার তৈরী করা ইমেজ নির্বাচন করে Next করুন। এবার Verify Archive Before The Restoring উইন্ডো থেকে No. I do not want to verify নির্বাচিত রেখে Next করে Partition or Disk to Restore থেকে Disk নির্বাচন করে Next করুন। এবার যে ড্রাইভে উইন্ডোজ ইনষ্টল করতে চান সেই ড্রাইভ নির্বাচন করে Restore Partition Type উইন্ডো থেকে পার্টিশন (সি ড্রাইভ হলে প্রাইমারী, আর অনান্য ড্রাইভ হলে লজিক্যাল) নির্বাচন করে Next করুন এবং Restore Partition Size উইন্ডো থেকে ডিফল্ট রেখে Next করুন। এবার Next Selection এ No I do not image করে Proceed বাটনে ক্লিক করলে নির্দিষ্ট ড্রাইভে কয়েক মিনিটের মধ্যে সবকিছু হুবহু রিস্টোর হয়ে যাবে।
এবার নতুন উইন্ডোজটি চালু করে দেখুন সকল এ্যাপলিকেশন প্রোগ্রাম ইনষ্টল অবস্থায় আছে।

CREATE A FOLDER WITHOUT NAME

=>click on a FOLDER
=>right click and go to rename option
=>delete the old name
=>pressing ALT key type 0160
=>now press enter
=>you have created a folder without name

so all bodies have fun. Thanks all.

সোমবার, ২২ জুন, ২০০৯

নিয়ন্ত্রণ করুন যেকোন ড্রাইভে প্রবেশাধিকার

এর আগে আমিলুকিয়ে রাখুন যেকোন ড্রাইভ ড্রাইভ শিরোণামের একটি প্রবন্ধে কি ভাবে কোন ড্রাইভ লুকিয়ে রাখা যায় সে পদ্ধতি বর্ণনা করেছিলাম। কিন্তু এই পদ্ধতি অনুসরন করে ড্রাইভগুলোকে সাফল্যের সাথে লুকাতে পারলেও সচেতন ব্যবহারকারীদেরকে সেগুলোতে প্রবেশ করা থেকে বিরত রাখা যায় না। ড্রাইভ দেখা না গেলেও তারা রান কমান্ড অথবা এক্সপ্লোরারের অ্যাড্রেসবার ব্যবহার করে ড্রাইভগুলোতে ঠিকই অনুপ্রবেশ করতে পারবে। তাই আপনি যদি ব্যবহারকারীকে ড্রাইভে প্রবেশ থেকে সম্পূর্ণরূপে বিরত রাখতে চান, তাহলে আপনাকে নিচে বর্ণিত পদ্ধতি অনুসরন করতে হবে।
প্রথমে Start > Run এ গিয়ে REGEDIT টাইপ করে এন্টার দিয়ে রেজিস্ট্রি এডিটর ওপেন করুন। এরপর রেজিস্ট্রি এডিটর থেকে HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer ওপেন করুন। এখানে Explorer কীর ডান পার্শ্বস্থ প্যানেলে NoViewOnDrive নামে নতুন একটি DWORD ভ্যালু (REG_DWORD) তৈরি করে এর উপর ডাবল ক্লিক করে এটি ওপেন করুন এবং লুকিয়ে রাখুন যেকোন ড্রাইভ প্রবন্ধে বর্ণিত নিয়মানুযায়ী উপযুক্ত মান প্রবেশ করান। এরপর এডিটর বন্ধ করে ফিরে এসে কম্পিউটার লগ অফ অথবা রিস্টার্ট করুন। এবার সবগুলো ড্রাইভ দেখা যাবে ঠিকই কিন্তু নিষিদ্ধ ড্রাইভটিতে প্রবেশ করতে গেলেই একটা এরর ম্যাসেজ প্রদর্শিত হবে।
আপনাদের সুবিধার জন্য নিয়মটা এখানে আবার দিলাম : আপনি যদি সবগুলো ড্রাইভে প্রবেশ নিষিদ্ধ করতে চান তাহলে 67108863 মানটি Decimal ভ্যালু হিসেবে প্রবেশ করান। এছাড়া কোন নির্দিষ্ট ড্রাইভ নিষিদ্ধ করতে চাইলে তার জন্য নির্দিষ্ট একটি মান প্রদান করতে হবে। যেমন A এর জন্য 1, B এর জন্য 2, C এর জন্য 4, D এর জন্য 8, E এর জন্য জন্য 16 এভাবে প্রতিটি ড্রাইভ লেটারের জন্য এই মান দ্বিগুণ হতে থাকবে। এই হিসেবে Z এর জন্য মান হবে 33554432.
আপনি যদি দুই বা ততোধিক নির্দিষ্ট সংখ্যক ড্রাইভকে একসাথে নিষিদ্ধ করতে চান, তাহলে আপনাকে সেই ড্রাইভগুলোর মানসমূহের যোগফল ব্যবহার করতে হবে। যেমন আপনি যদি D এবং G ড্রাইভ দুটোকে নিষিদ্ধ করতে চান, তাহলে আপনাকে D এর মান 8 এবং G এর মান 64 এর যোগফল 72 NoDrives এ প্রবেশ করাতে হবে।

লুকিয়ে রাখুন যেকোন ড্রাইভ

প্রায় সময়ই আমাদেরকে হার্ডডিস্কের ড্রাইভগুলো তথা হার্ডডিস্কের পার্টিশন লুকিয়ে রাখতে হতে পারে। আপনি যদি আপনার ছোট ভাইবোনদের সাথে একই কম্পিউটারের একই একাউন্ট শেয়ার করেন, তাহলে আপনি হয়তো কোন একটা ড্রাইভে তাদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করতে চাইতে পারেন। অথবা আপনি যদি কোন সাইবার ক্যাফেতে চাকরি করেন, তাহলে এই সম্ভাবনাটা খুবই বেশি যে, আপনি সাধারণ ব্যবহারকারীদেরকে আপনার ড্রাইভগুলোতে প্রবেশ করার অধিকার দিতে চাইবেন না। সেক্ষেত্রে ড্রাইভগুলো লুকিয়ে রাখার পদ্ধতিটা আপনার কাজে লাগতে পারে।
যাই হোক, যেকোন ড্রাইভ লুকিয়ে রাখার কাজটি আপনি রেজিস্ট্রি এডিটর থেকে খুব সহজেই করতে পারেন। এরজন্য প্রথমে Start > Run এ গিয়ে REGEDIT টাইপ করে এন্টার দিয়ে রেজিস্ট্রি এডিটর ওপেন করুন। এরপর রেজিস্ট্রি এডিটর থেকে HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer ওপেন করুন। এখানে Explorer কীর ডান পার্শ্বস্থ প্যানেলে NoDrives নামে নতুন একটি DWORD ভ্যালু (REG_DWORD) তৈরি করে এর উপর ডাবল ক্লিক করে এটি ওপেন করুন এবং নিম্নবর্ণিত পদ্ধতি অনুযায়ী এতে একটি উপযুক্ত মান প্রবেশ করান। এরপর এডিটর বন্ধ করে ফিরে এসে কম্পিউটার লগ অফ অথবা রিস্টার্ট করুন। দেখবেন আপনার কাঙ্খিত ড্রাইভটি আর দেখা যাচ্ছে না।
NoDrives এ কি মান প্রবেশ করাবেন, সেটা নির্ভর করবে আপনি কোন কোন ড্রাইভ লুকিয়ে রাখতে চান তার উপর। আপনি যদি সবগুলো ড্রাইভ লুকিয়ে রাখতে চান তাহলে 67108863 মানটি Decimal ভ্যালু হিসেবে প্রবেশ করান। এছাড়া কোন নির্দিষ্ট ড্রাইভ লুকাতে চাইলে তার জন্য নির্দিষ্ট একটি মান প্রদান করতে হবে। যেমন A এর জন্য 1, B এর জন্য 2, C এর জন্য 4, D এর জন্য 8, E এর জন্য জন্য 16 এভাবে প্রতিটি ড্রাইভ লেটারের জন্য এই মান দ্বিগুণ হতে থাকবে। এই হিসেবে Z এর জন্য মান হবে 33554432.
আপনি যদি দুই বা ততোধিক নির্দিষ্ট সংখ্যক ড্রাইভকে একসাথে লুকিয়ে রাখতে চান, তাহলে আপনাকে সেই ড্রাইভগুলোর মানসমূহের যোগফল ব্যবহার করতে হবে। যেমন আপনি যদি D এবং G ড্রাইভ দুটোকে লুকিয়ে রাখতে চান, তাহলে আপনাকে D এর মান 8 এবং G এর মান 64 এর যোগফল 72 NoDrives এ প্রবেশ করাতে হবে।
এই পদ্ধতিতে আপনি ড্রাইভগুলোকে সাফল্যের সাথে লুকাতে পারলেও সচেতন ব্যবহারকারীদেরকে সেগুলোতে প্রবেশ করা থেকে বিরত রাখতে পারবেন না। ড্রাইভ দেখা না গেলেও তারা রান কমান্ড অথবা এক্সপ্লোরারের অ্যাড্রেসবার ব্যবহার করে ড্রাইভগুলোতে ঠিকই অনুপ্রবেশ করতে পারবে। আপনি যদি ব্যবহারকারীকে ড্রাইভে প্রবেশ থেকে সম্পূর্ণরূপে বিরত রাখতে চান, তাহলে আপনাকে ভিন্ন একটা পদ্ধতি ব্যবহার করতে হবে। এটা নিয়ে পরে পোষ্ট দিবো ।

মজা্-"ডিলিট করে ফেলুন রিসাইকেল বিন"



কেমন হবে যদি আপনি আপনার কম্পিউটারের রিসাইকেল বিনটা ডিলিট করে ফেলতে পারেন? যদিও উইন্ডোজ অপারেটিং সিস্টেমে রিসাইকেল বিনই একমাত্র ফোল্ডার, যেটার রাইট ক্লিক মেনুতে ডিলিট করার কোন অপশন নেই, তবুও এটা ডিলিট করা সম্ভব। আর সে জন্য আপনাকে যেতে হবে রেজিস্ট্রি এডিটরে। চিন্তা করবেন না, একবার ডিলিট করার পর এটা আবার রিস্টোর করা সম্ভব এবং রিস্টোর না করেও ফাইল-ফোল্ডার ডিলিট/আনডু ডিলিট প্রভৃতি কাজ করা সম্ভব।
রিসাইকেল বিন ডিলিট করার জন্য প্রথমে Start > Run এ গিয়ে REGEDIT টাইপ করে এন্টার দিয়ে রেজিস্ট্রি এডিটর ওপেন করুন। এরপর রেজিস্ট্রি এডিটর থেকে HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Explorer\Desktop\NameSpace ওপেন করুন। এবার NameSpace এর অধীনস্থ কী-গুলো থেকে ডান পাশের প্যানেলস্থ RECYCLE BIN ভ্যালু বিশিষ্ট স্ট্রিংটি ডিলিট করে দিন। এবার এডিটর বন্ধ করে ডেস্কটপে ফিরে এসে রিফ্রেশ করুন। দেখবেন রিসাইকেল বিনটা গায়েব হয়ে গেছে। যদি না হয়ে থাকে তাহলে কম্পিউটার রিস্টার্ট করুন।
এই পদ্ধতিতে ডেস্কটপ থেকে রিসাইকেল বিন ডিলিট হলেও অন্যান্য স্থানে তার শর্টকাটগুলো ঠিকই থেকে যায় এবং সেগুলো মূল রিসাইকেল বিনটা না থাকা সত্ত্বেও বেশ ভালোভাবেই কাজ করে। যেমন আমার কম্পিউটারে ডেস্কটপ থেকে গায়েব হয়ে যাওয়ার পরেও টাস্কবারের কুইক লাঞ্চে এটা বেশ বহাল তবিয়তেই বিদ্যমান ছিল। কাজেই বোঝা যাচ্ছে এই পদ্ধতিতে আসলে রিসাইকেল বিন ডিলিট হয় না, সাময়িক ভাবে হিডেন হয় মাত্র।
এবার যদি রিসাইকেল বিনটা আবার রিস্টোর করতে চান, তাহলে রেজিস্ট্রিতে তথ্যগুলো প্রথমে যেভাবে ছিল, ঠিক সেভাবে বিপরীত দিকে পরিবর্তন করুন। আর যদি এটা আপনার কাছে একটু ঝামেলার মনে হয়, তাহলে আরো সহজ উপায় আছে। ডেস্কটপে একটা নতুন ফোল্ডার তৈরি করুন। এবার সেটাকে রিনেম করে Recycle Bin.{645FF040-5081-101B-9F08-00AA002F954E} এই নামটি লিখুন। দেখবেন ফোল্ডারটি রিসাইকেল বিনে রূপান্তরিত হয়ে গেছে।

Yahoo,Google ছাড়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সার্চ ইঞ্জিন

Google, Yahoo, MSN, Ask এই চারটি সার্চ ইঞ্জিনের বাইরে আরও অন্যান্য সার্চ ইঞ্জিন ব্যাবহারকারীর সংখ্যা অত্যন্ত কম। এমনকি এগুলা ছাড়াও যে আরও সার্চ ইঞ্জিন আছে এবং সেগুলাও যে আমাদের কাজে লাগতে পারে সে কথাও অনেকে বিশ্বাস করতে চায় না। অধিকাংশ ইন্টারনেট ব্যাবহারকারীর ধারনা হল Google এ খুজলে সব জিনিস একবারেই পাওয়া যাবে।
কিন্তু Google ছাড়াও আরও অনেক সার্চ ইঞ্জিন আছে যেগুলা নির্দিষ্ট বিষয়ের ভিত্তিতে খুজতে সাহায্য করে। একমনই কিছু সার্চ ইঞ্জিনের কথা দেয়া হল।
ভিডিও সার্চ:
http://www.blinkx.com/
ভিডিও ফাইল খোজার সবচাইতে ভালো ইঞ্জিন গুলার মধ্যে এই Blinkx অন্যতম। ভিডিও ফাইল ছাড়াও বিভিন্ন অডিও ফাইল বা পডকাস্ট গুলা নির্দিষ্ট শব্দ(keyword) অনুযায়ী খুজতে পারবেন।এখানকার সবচাইতে মজার সুবিধাটি হল, ভিডিও ক্লিপটির বিষয়বস্তুর কোন নির্দিষ্ট অংশ লিখেও ঐ ভিডিওটি সার্চ করা যায়। যেমন Arnold Schwarzenegger এর টারমিনেটর সিনামার ক্লিপ খুজতে চাইলে আপনি যদি সিনামাটির সেই বিখ্যাত উক্তি I'll be back লিখে সার্চ করেন তবুও আপনি ঐ সিনামার ক্লিপ গুলা খুজে পাবেন।

অডিও সার্চ:
http://www.findsounds.com/
কাজ করতে গেলে প্রায়ই আমাদের বিভিন্ন ধরনের শব্দ বা বিভিন্ন বাদ্য যন্ত্রের তৈরী সুর ইত্যাদি দরকার হয়। সে ক্ষেত্রে এই ওয়োব সাইটটি আপনাদের খুব কাজে লাগবে। এখানকার অডিও ফাইলের ডাটাবেজ ও অনেক বড় ফলে খুব সহজেই আপনি আপনার কাঙ্খিত অডিও ফাইলটি খুজে পাবেন।
এখানকার একটি বিশেষ সুবিধা হল এখানে নির্দিষ্ট ফাইল ফরম্যাট, ফাইলের সর্বোচ্চ আকার, আউটপুট চ্যানেল ইত্যাদি বিষয় গুলা ও সার্চের সময় নির্দিষ্ট করে দেয়া যাবে।
মেটা সার্চ :
http://clusty.com/
মেটা সার্চ ইঞ্জিন গুলা হল এমন একটি সার্চ ইঞ্জিন যেখানে কিছু লিখে সার্চ করলে অনেকগুলা সার্চ ইঞ্জিনের ফলাফল একসাথে দেখা যায়। Google, Yahoo, MSN এ আলাদা ভাবে খোজার চাইতে এধরনের ইঞ্জিন ব্যাবহার করা ভাল ।
সার্চ করার পর ফলাফল গুলা দুই ভাগে দেখানো হয়। প্রধান অংশে সার্চের ফলাফল গুলা দেখায় এবং বাম পাশে সার্চ করা বিষটির সাথে সম্পর্কিত অন্যান্য সার্চ করার অপশন দেখা যাবে। সোর্স ট্যাবএ কোন কোন সার্চ ইঞ্জিন থেকে ফলাফল দেখানো হচ্ছে এবং ওয়েব সাইটগুলারএক্সটেনশন কি কি তা দেখা যাবে। যেমন linux লিখে সার্চ করা হলে cluster ট্যাবএ Operating System, Open source, GNU ইত্যাদি অপশন গুলা দেখা যাবে।
ফোরাম সার্চ:
http://www.omgili.com/
অনলাইন ফোরাম হল এমন যায়গা যেখান থেকে অধিকাংশ ক্ষেত্রেই আমরা আমাদের সমস্যা গুলার সমাধান পেয়ে থাকি। তবে সমস্যাটির সঠিক সমাধান পেতে হলে আমাদের সটিক ফোরামের খোজ জানতে হবে। এই সার্চ ইঞ্জিনটি ব্যাবহার করে খুব সহজেই আপনি আপনার কাঙ্খিত প্রশ্নের উত্তরটি পেতে পারেন।

কোড সার্চ:
http://www.jexamples.com/
http://www.koders.com/
কম্পিউটার প্রোগ্রামারদের প্রতিদিনই প্রায় নতুন নতুন প্রোগ্রাম তৈরী করতে হয়। প্রোগ্রামের উদাহারণ, স্যাম্পল কোড, ইউজার গাইড, প্রজেক্ট আউটলাইন , প্রজেক্টের কোড এর মত জিনিস গুলা প্রোগ্রামারদের কাজকে আরও সহজ করে দেয়। Jexamples সার্চ ইঞ্জিনে java সংক্রান্ত এবং koders সার্চ ইঞ্জিনে সকল প্রোগ্রামিং ভাষার বিষয় গুলা পাওয়া যাবে।
প্রশ্নের উত্তর অনুসন্ধান
http://www.chacha.com/
কোন প্রশ্ন খুজতে হলে আমরা search বা ask ব্যাবহার করি। কিন্তু এই সার্চ ইঞ্জিনটির অন্য ইঞ্জিনগুলা থেকে আলাদা এই জন্য যে শুধু ওয়েব সাইট থেকেই নয় মোবাইল ফোন থেকে টেক্সট ম্যাসেজ এর মাধ্যমেও এই ইঞ্জিন ব্যাবহার করে সার্চ করা যাবে এবং সার্চের ফলাফলও টেক্সট ম্যাসেজের মাধ্যমে আপনার মোবাইলে আসবে।
[বাংলাদেশে মনে হয় হয় না]
শব্দের অর্থ বা সংজ্ঞা খোজা
http://www.metaglossary.com/
শব্দের অর্থ বা সংজ্ঞা খুজতে এই সার্চ ইঞ্জিনটি ব্যাবহার করা যেতে পারে।
সব রকম সার্চ এককসাথে
http://www.soople.com/
সব ধরনের সার্চ ইঞ্জিন এক সাথে পেতে চাইলে এটি ব্যাবহার করতে পারেন । একই পৃষ্ঠায় এক সাথে ২০ টি আলাদ আলাদা সার্চ ইঞ্জিন পাওয়া যাবে।
http://www.boxxet.com/
অন্যান্য সব ওয়েবসাইট থেকে আলাদা এই সার্চ ইঞ্জিনটি, কারন সাধারন ভাবে সার্চ ইঞ্জিন বলতে বুঝি ওয়বপেজের একটি খালি জায়গা যেখানে কাঙ্খিত শব্দটি লিখে সার্চ করতে হয় । কিন্তু এখানে ক্যাটাগরি অনুযায়ী খুব সহজেই খুজে বের করা অপশন পাওয়া যাবে।
টরেন্ট ফাইল খোজা
http://isohunt.com/
ফাইল ডাউনলোডের সবচাইতে জনপ্রিয় পদ্ধতি গুলার গকটি হল টরেন্ট ডাউনলোড।টরেন্ট ফাইলগুলা খুজতে এই সার্চ ইঞ্জিনটি ব্যাবহার করতে পারেন। এদের ডাটাবেস-এ ফাইলের সংখ্যা ২৪.৯২ মিলিয়ন।
http://www.msdewey.com/
এই সার্চ ইঞ্জিনটি দেখেন। অন্যরকম।

সোমবার, ৮ জুন, ২০০৯

Some web address for downloding bangla book

নিচের ওয়েব সাইট গুলোথেকে আপনারা বাংলা বই ,উপন্যাস এবং আরো ওনেক কিছু পাবেন।
১.

ফ্রি ডটকম বিডি


২.

দরিদ্র


৩.

মুর্চ্ছনা


৪.

সময় প্রকাশন


৫.

রবীন্দ্র রচনাবলী


৬.

বর্ণমালা


৭.

জাফর ইকবাল কালেকশন


৮.

বাংলা লাইব্রেরি



ধন্যবাদ।

রবিবার, ৭ জুন, ২০০৯

শনিবার, ৬ জুন, ২০০৯

Download Sofware and Other Content For PC Asoulately free

I am going to give two address, from where you will able to find all kind of software,themes or any other content for pc.All software are absoulately free there.So try on and have a look.

Please Enter the link bellow:




Thank You all.

শুক্রবার, ৫ জুন, ২০০৯

Some Exclusive Themes For Mobile

All of this themes is in sis format.So don't bother if your mobile don't support sis file.

I don't able Give You much Themes right now because of time.I give You More later.If you need Any other Mobile content such as game or software you can say me.
Themes Download:


Some Simple Knowledge For Using Microsoft Front Page And Html


Microsoft Front Page is generally used for Web Page Designing . I am writting this because if you are a new blog user you need some html code for uploading any content like image,background, sound and much more.

After opening Microsoft Front Page you will see there are three Option in bellow of it . these Option is Normal,Html,Preview.You can see it in picture.
Now if you write anything in Normal and then you click in Html you will see the html code there.As: If you want to Insert a picture by click Insert button in up.Then you can see the html code what new is include in it.You can see something like this :
*img border="0" src="file:///C:/Users/Yasin/Desktop/m.jpg" width="680" height="384">

* this sign will be replace by this one: < .
http://pimg.s3.amazonaws.com/img/7356.1243917144.dfg.jpg


By that youy can simply know what is the html code of inserting content and also have an idea on html. Thanks you all .

বৃহস্পতিবার, ৪ জুন, ২০০৯

Noakhali Science and Technology University


Noakhali Science and Technology University popularly known as NSTU is a newly established public university in the coastal terrain Noakhali of Bangladesh. It is the 27th public university (out of 32) and 5th Science and technology university in Bangladesh. Its foundation stone was laid on 11 october 2003 and academic activities started in the year 2005.


 Begum Khaleda Zia laid Former Prime Minister laid the foundation stone of Noakhali Science and Technology University, NSTU, on 11 October 2003. Its construction work was formally inaugurated on 24 March 2005. It is the 5th in the row of twelve such universities the government has decided in 1997 to establish in the twelve erstwhile greater districts where there was no university. The aim of founding a science and technology university as defined in the project pro-forma is to mould merit into skilled work force and to develop centre of excellence to create and disseminate knowledge. Innovating new technologies and developing the old ones is also one of the R&D objectives of these universities.

Noakhali University of Science and Technology( 22'47'31"N,91'06'07"E ) is sitiuted in Sonapur eight kilometer south-west of Maijdee. It has a area about 101 acres covering 93 Salla and 95 Noakhali Mouza. The site of the university is part of the land of a vast Char that stretches on the south to Char Jabbar, Char Bata, Char Wapda and Char Clark before it reaches the feebly flowing Bhulua river far beyond which lyes Hatiya and then the Nijhum Deep. Like the district itself Sonapur has a long history of erosion and accretion caused by the mighty Meghna on the west and the Bay of Bengal on the south.

As it is a new versity the construction of the varsity is not yet completed. Presently the campus consists of one Administrative building, one academic building, two male student hall, two female student hall, one teacher's and officer's dormitory, Vice Chancellor's building and a mosque. The campus has wide roads. There is sport field and two big ponds in the campus area.Recently there also started to building a new hostle for student.

Now there is four depatment in this versity.These are given bellow:

1. Computer Science and Telecommunication Engineering(CSTE)

2. Fisheries and Marine Science(FIMS)

3. Applied Chemistry & Chemical Technology(ACCT)

4. Pharmacy


Every year in each department the university going to admit 50 student .

NSTU is very conscious to preserve Bangladesh's own culture. It celebrates International Mother Language Day, Pahela Baishak, Independence Day and other national & international days with actual manner. Cultural competition occurs here every year. This competition includes songs, dance, recitation etc. NSTU is proud of its strong Debate Forum. A recitation organization named, 'Jatiyo Kobita Porishod'(local name-Pata Neer) is running its activity successfully.

there are also many sports activity in university.It has Football,Cricket ,vollyball team.There held Inter sports regularly.The university also takes parts in Inter university competitions.

NSTU offers several  scholarships for  its meritorious students. The poor but meritorious students also receive awards from university. In every term five students in each batch of each department are offered scholarship. Different scholarship organizations provide scholarships to the students of NSTU regularly.

Above  all the main benifit of NSTU is :

Student politics free campus 
Friendly environment & local people 
Smoking free campus 
Session jam free 
Semester system education 
Well furnished language lab. 
Rich Computer lab (Dual lab: Ubuntu + Windows XP) with internet connection 
Every class room is designed with multimedia projector. 
Well established laboratory in every relevant department. 
Strong activities of NSTU OSN (Open Source Network of NSTU, only technology based group) 

For furthur information you can visit the web page of NSTU.

NSTU

Thanks to all.













Some Imfortant web address for mobile download

I am going to give some infortant address for mobile download.

1. www.bdmobi.com

From here you able to download free mobile soft both java and symbian, themes,games, wallpaper and much for download absoulately free.You can Enter here from your mobile or pc by opere web browser.

2.www.gsmjava.net

From here you also able to download everythng for mobile.But you have to enter there from mobie.

3.www.getjar.com

You can download any mobile software or games for any kind of mobile from here.you can enter here from pc or mobile.

4.www.mobileheart.com

Another link is:http://www.mobileheart.com/ (You can go their from any browser and their you find many link for download java,gameloft,symbyn games,symbyn soft,themes,wallpaper.)

Thank you all.Have a fun.


Folder option হারিয়ে গেলে কিভাবে Hidden File দেখবেন

অনেক সময় ভাইরাসের আক্রমনে Folder option হারিয়ে যায়। ফলে আমরা গুরুত্বপূর্ণ Hidden File দেখতে পারি না। Hidden File দেখার জন্য আপনি C Drive এ গিয়ে Search এ যাবেন। কেননা অন্য কোথও থেকে Search দেওয়া যায় না Folder oftion হারিয়ে গেলে। Search এ গিয়ে advance Search এ গিয়ে Show Hidden File and Folder Option টি select করুন। এরপর Hidden File এর নাম দিয়ে Search দিন। দেখবেন যে Hidden File Show করবে Search Result এ।এভাবে আপনি Folder option হারিয়ে গেলেও Hidden File দেখতে পারেন।